সাতক্ষীরার তালায় উপজেলা যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্দ্যোগে ইসকন বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিশাল একটি মিছিল পুরাতন তালা বি দে মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপশরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের আহবায় মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইসকন নিষিদ্ধের দাবি জানান।