বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। টানা ১৭ বছর পরে শুক্রবার বিকেল ৪ টায় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম ও পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল বাতেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফকির রাসেল আল ইসলাম, মহিদল সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপী, বিএনপি নেতা মো. ফজলুর রহমান, মো. রফিকুল ইসলাম মোল্লা ও আনোয়ার হোসেন খান।