Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবহারকারীদের এআই অভিজ্ঞতা সমৃদ্ধ করতে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এস২৪ এফই

দেশের বাজারে সম্প্রতি নতুন গ্যালাক্সি এস২৪ এফই নিয়ে এসেছে স্যামসাং। ডিভাইসটিতে সর্বাধুনিক এআই টুলস ও ইকোসিস্টেম কানেক্টিভিটির পাশাপাশি নান্দনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি এর অত্যাধুনিক এআই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৩X অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রিমিয়াম ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সিস্টেমকে আরও সমৃদ্ধ করতে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে; যার এআই অ্যালগরিদম নাইটোগ্রাফি, ৫০ মেগাপিক্সেল অ্যাডাপ্টিভ পিক্সেল সেন্সর ও সুপার হাই ডায়নামিক রেঞ্জের (এইচডিআর) মতো ফিচার ব্যবহার করে আরও নিখুঁত ও অনন্য ছবি তোলা নিশ্চিত করবে। এতে জেনারেটিভ এডিট, পোর্ট্রেইট স্টুডিও, এডিট সাজেশন ও ইনস্ট্যান্ট স্লো-মোর মাধ্যমে ইমেজ এডিট করা ও সৃজনশীলতার বিকাশে শুরু থেকেই গ্যালাক্সি এআইয়ের মতো অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “গ্যালাক্সি এস২৪ এফই’র সেরা ও সর্বাধুনিক সব ফিচার ডিভাইসটির শক্তিশালী ও প্রিমিয়াম পারফরমেন্স নিশ্চিত করবে। ফলে, আরও বেশি মানুষ বিশেষ করে, তরুণরা এটি ব্যবহার করতে পারবেন। অনবদ্য গ্যালাক্সি এস২৪ এফই’র মাধ্যমে তরুণদের জন্য আমাদের সর্বাধুনিক এআই ইকোসিস্টেম নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।”

গ্যালাক্সি এস২৪ এফই’তে এক্সিনোস ২৪০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আগের জেনারশনের তুলনায় ১১ শতাংশ বড় ভেপর চেম্বার, ৪,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ভিশন বুস্টার ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যাডাপ্টিভ ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লের মতো নানা আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। ফ্যান এডিশন সিরিজের ডিভাইসগুলোর মধ্যে গ্যালাক্সি এস২৪ এফই’র ডিসপ্লেই সবচেয়ে বড়।

ডিভাইসটি সুরক্ষিত রাখতে স্যামসাং নক্স ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ৭ জেনারেশনের ওএস আপগ্রেড ও ৭ বছরের সিকিউরিটি আপগ্রেড। এছাড়াও, এতে ২৫৬ জিবি রম ও ৮ জিবি র‍্যাম (এলপিডিডিআর৫এক্স) এবং আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্ট ব্যবহার করা হয়েছে। গ্রাফাইট ও ব্লু – এই দুইটি রঙে গ্যালাক্সি এস২৪ এফই  পাওয়া যাবে। ১২,০০০ টাকার আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের পর গ্যালাক্সি এস২৪ এফই’র বিশেষ বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১,১৪,৯৯৯ টাকা।

গ্রাহকরা যেকোনো অনুমোদিত স্যামসাং মোবাইল স্টোর থেকে গ্যালাক্সি এস২৪ এফই ক্রয় করলে এই ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

ব্যবহারকারীদের এআই অভিজ্ঞতা সমৃদ্ধ করতে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এস২৪ এফই

Update Time : ০৫:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

দেশের বাজারে সম্প্রতি নতুন গ্যালাক্সি এস২৪ এফই নিয়ে এসেছে স্যামসাং। ডিভাইসটিতে সর্বাধুনিক এআই টুলস ও ইকোসিস্টেম কানেক্টিভিটির পাশাপাশি নান্দনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি এর অত্যাধুনিক এআই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৩X অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রিমিয়াম ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সিস্টেমকে আরও সমৃদ্ধ করতে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে; যার এআই অ্যালগরিদম নাইটোগ্রাফি, ৫০ মেগাপিক্সেল অ্যাডাপ্টিভ পিক্সেল সেন্সর ও সুপার হাই ডায়নামিক রেঞ্জের (এইচডিআর) মতো ফিচার ব্যবহার করে আরও নিখুঁত ও অনন্য ছবি তোলা নিশ্চিত করবে। এতে জেনারেটিভ এডিট, পোর্ট্রেইট স্টুডিও, এডিট সাজেশন ও ইনস্ট্যান্ট স্লো-মোর মাধ্যমে ইমেজ এডিট করা ও সৃজনশীলতার বিকাশে শুরু থেকেই গ্যালাক্সি এআইয়ের মতো অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “গ্যালাক্সি এস২৪ এফই’র সেরা ও সর্বাধুনিক সব ফিচার ডিভাইসটির শক্তিশালী ও প্রিমিয়াম পারফরমেন্স নিশ্চিত করবে। ফলে, আরও বেশি মানুষ বিশেষ করে, তরুণরা এটি ব্যবহার করতে পারবেন। অনবদ্য গ্যালাক্সি এস২৪ এফই’র মাধ্যমে তরুণদের জন্য আমাদের সর্বাধুনিক এআই ইকোসিস্টেম নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।”

গ্যালাক্সি এস২৪ এফই’তে এক্সিনোস ২৪০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আগের জেনারশনের তুলনায় ১১ শতাংশ বড় ভেপর চেম্বার, ৪,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ভিশন বুস্টার ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যাডাপ্টিভ ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লের মতো নানা আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। ফ্যান এডিশন সিরিজের ডিভাইসগুলোর মধ্যে গ্যালাক্সি এস২৪ এফই’র ডিসপ্লেই সবচেয়ে বড়।

ডিভাইসটি সুরক্ষিত রাখতে স্যামসাং নক্স ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ৭ জেনারেশনের ওএস আপগ্রেড ও ৭ বছরের সিকিউরিটি আপগ্রেড। এছাড়াও, এতে ২৫৬ জিবি রম ও ৮ জিবি র‍্যাম (এলপিডিডিআর৫এক্স) এবং আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্ট ব্যবহার করা হয়েছে। গ্রাফাইট ও ব্লু – এই দুইটি রঙে গ্যালাক্সি এস২৪ এফই  পাওয়া যাবে। ১২,০০০ টাকার আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের পর গ্যালাক্সি এস২৪ এফই’র বিশেষ বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১,১৪,৯৯৯ টাকা।

গ্রাহকরা যেকোনো অনুমোদিত স্যামসাং মোবাইল স্টোর থেকে গ্যালাক্সি এস২৪ এফই ক্রয় করলে এই ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।