তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন মেহেরপুর তাবলীগ জামাত মার্কাজ সাদপন্থিরা।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুরে জেলা প্রশাসক সিফাত মেহনাজের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে মাওলানা সাদকে চলতি বছরের বিশ্ব ইজতেমায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপিটি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ব আমির হজরত মাওলানা সাদ (দা. বা.) একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন ধরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। এর আগে তিনি প্রতি বছর ইজতেমায় শরিক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরি মোনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনো রকম যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব আমির এলে বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন। মেহেরপুর তাবলীগ জামাত মার্কাজ বিপুল সংখ্যক সাদপন্থিরা স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন।