Dhaka ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় ৩ মাস ২৮ দিন পর রাব্বির মরদেহ উত্তোলন

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির (৩৪) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।  সোমবার দুপুরে শহরের বরুনাতৈল এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়।

পরে মরদেহটি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর ৩ মাস ২৮ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলনের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা গোয়েন্দা পুলিশের এসআই এহসানুল হকসহ থানার ভাতপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ওই ঘটনায় নিহতের ভাই ইনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য  অ্যাড. সাইফুজ্জামান শিখর ও অ্যাড. বীরেন শিকদারসহ ১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে। এছাড়াও অজ্ঞতনামা হিসাবে রয়েছে ১৫০ জন।

গত ৪ আগস্ট শহরের পারনান্দুয়ালী এলাকায় জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে স্থানীয় ছাত্র জনতার সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নিহত হন বরুনাতৈল গ্রামের মৃত ময়েনউদ্দিনের ছেলে মেহেদী হাসান রাব্বি।

মাগুরার কোর্ট পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান,, রাব্বি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ কবর থেকে উত্তোলনে মাগুরা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ১০ অক্টোবর কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশটি দেন। ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবারো মরদেহ দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

মাগুরায় ৩ মাস ২৮ দিন পর রাব্বির মরদেহ উত্তোলন

Update Time : ০৫:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির (৩৪) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।  সোমবার দুপুরে শহরের বরুনাতৈল এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়।

পরে মরদেহটি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর ৩ মাস ২৮ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলনের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা গোয়েন্দা পুলিশের এসআই এহসানুল হকসহ থানার ভাতপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ওই ঘটনায় নিহতের ভাই ইনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য  অ্যাড. সাইফুজ্জামান শিখর ও অ্যাড. বীরেন শিকদারসহ ১৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে। এছাড়াও অজ্ঞতনামা হিসাবে রয়েছে ১৫০ জন।

গত ৪ আগস্ট শহরের পারনান্দুয়ালী এলাকায় জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে স্থানীয় ছাত্র জনতার সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নিহত হন বরুনাতৈল গ্রামের মৃত ময়েনউদ্দিনের ছেলে মেহেদী হাসান রাব্বি।

মাগুরার কোর্ট পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান,, রাব্বি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ কবর থেকে উত্তোলনে মাগুরা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ১০ অক্টোবর কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশটি দেন। ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবারো মরদেহ দাফন করা হবে।