মাগুরায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ওই বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসা ইসরাত জাহান এবং বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য কৃষি কর্মকর্তা ও কৃষকরা। অনুষ্ঠানে কৃষকের হাতে হাইব্রিড জাতের প্যাকেট তুলে দিয়ে বীজ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসা ইসরাত জাহান বলেন, দেশে উৎপাদনের চাহিদা মিটিয়ে রপ্তানির লক্ষ্যে কৃষকদের মাঝে সরকার এই প্রণোদনার বীজ দিয়ে আসছে। এর সুফলও আমরা সামগ্রিকভাবে পাচ্ছি। বর্তমানে আমাদের খাদ্যের চাহিদা কোন কোন বছর উদ্বৃত্ত হচ্ছে। এখন সরকারের লক্ষ্য এর ধারাবাহিকতা ধরে রাখা। উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায় কাজ করে যাচ্ছে।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বীজ বিতরণ করা হবে। এদের মধ্যে বোরো আবাদের ক্ষেত্রে বিএডিসির ( এস এল-৮) হাইব্রিড জাতের প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য ২ কেজি ধান বীজ আবাদের জন্য প্রদান করা হবে। সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায় কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এই বীজ দেওয়া হবে। উদ্বোধনের দিনে ২৩০ জন করে ৪ ইউনিয়নের কৃষকরা প্রণোদনার বীজ গ্রহণ করবেন।