সাতজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন। চলতি বছর এ নিয়ে শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫০৪ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৬৮৫ জনে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ১৪ জন, বাকি ১ হাজার ৫৪৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।