ঝিনাইদহ জেলা ঈমাম পরিষদের আহ্বানে কুটুম কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০ ঘটিকায় ঈমাম খতিব গণের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক এক সেমিনার মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকি। প্রধান অতিথি ছিলেন এ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির সভাপতি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইমরান, মাওলানা নবির হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মাহামুদুল্লাহ, মাওলানা সাইদুর রহমান। সেমিনারে বক্তাগন সকল ইমাম মাশায়েখদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়া ঈমাম মোয়াজিনদের বেতন খুব স্বল্প হওয়ায় আগামীতে নতুন সরকার হলে বেতন বৃদ্ধির জন্য প্রধান অতিথি চেষ্টা করবেন বলে জানান।