একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নতুন ছবির ‘পুষ্পা ২’ মুক্তির সময়ে ।‘পুষ্পা ২’ মুক্তির সময়ে কোথাও বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, কোথাও ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আবার কোথাও প্রেক্ষাগৃহে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে। কিছুর পরেও ‘পুষ্পা ২’ নিয়ে ভক্তদের উন্মাদনা থেমে যায়নি। বরং ‘পুষ্পা ২’ ছবির শেষে সেই উল্লাস আরও বাড়িয়ে দিয়েছে। এবার নির্মাতা সুকুমারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ‘পুষ্পা ৩’-এর।
‘পুষ্পা ২’ ছবি দেখার পর যখন দর্শকরা উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই মনখারাপের খবর এল। ছবির সিক্যুয়েল আসবে ঠিকই, কিন্তু সেটা হতে হবে ছয় বছরের অপেক্ষার পর! এতগুলো বছর একটি ছবির জন্য অপেক্ষা করা কি সম্ভব? ভক্তরা একেবারেই মেনে নিতে পারছেন না। তাদের প্রশ্ন, যদি কোনো ছবির ফ্র্যাঞ্চাইজি ব্লকবাস্টার হয়, তাহলে তার পরবর্তী পর্ব দ্রুত মুক্তি পেলে আরও ভালো হয়, কিন্তু কেন সুকুমার বা অল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না?
এমন সময়, ছবির পরবর্তী পর্ব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠার পর নির্মাতা সুকুমার তার সময় নেওয়ার কারণ জানিয়েছেন। সুকুমারের মতে, ছবির চিত্রনাট্য এখনো প্রক্রিয়াধীন, এবং সেটি তৈরি করতে কিছুটা বেশি সময় লাগবে। দ্বিতীয়ত, অল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে, যেগুলোর কাজ ‘পুষ্পা ২’-এর কারণে থেমে ছিল। এখন সেগুলো শেষ করতে হবে। সুতরাং, ‘পুষ্পা ৩’ মুক্তি পেতে পারে ২০২৮ বা ২০২৯ সালে।