মাগুরা জেলা উন্নয়ন সমন্বয় সভা রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ স্ব স্ব বিভাগের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড, মোঃ ইয়াসিন আলী মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে সকল বিভাগের কর্মকান্ড গতিশীল করার জন্য কর্মকর্তাদেরকে আহবান জানান। তিনি বলেন, এখন আর সরকার পরিবর্তনের দোহাই দিয়ে কোন কাজে গাফলতি মেনে নেয়া হবেনা। সকল কর্মকতাকে নিজ নিজ বিভাগের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি সবার আন্তরিকতায় মাগুরা জেলার উন্নয়ন তরান্বিত হবে এ আশা ব্যক্ত করেন। পরে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা বর্জ্য ব্যবস্থাপনা কমিটি, জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রন বাজারদর মনিটরিং সংক্রান্ত কমিটির মাসিক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসক তার কার্যালয় প্রঙ্গনে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও র্যালিতে অংশগ্রহন করেন।