মেহেরপুর বাড়ছে শীতের তীব্রতা। সেইসাথে আজ সোমবার সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। এতে শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুন। সেই সাথে বইছে মৃদু শৈত্য প্রবাহ।
আজ সোমবার ভোরের দিকে সূর্যের দেখা মিললেও তা কুয়াশায় ঢাকা পড়ে। মাঝারি কুয়াশায় চাদরে মোড়ানো রয়েছে গোটা এলাকা। ফলে জনজীবনে স্বাভাবিক কাজকর্মে ভাটা পড়েছে। সড়কে চলাচলকারীরা বাড়তি শীতের পোষাক পরে বের হয়েছেন। সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ।
শহরের কয়েকজন রিক্সাচালক জানান, সকাল থেকে তীব্র শীতের কারনে লোকজনের চলাচল কমে গেছে। যাত্রি নেই বললেই চলে।তবুও যাত্রিদের জন্য শীত উপেক্ষা করে অপেক্ষা করতে হচ্ছে। দিন মজুরেরাও শীতের কারনে কাজে যেতে পারছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ সকাল নয়টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।