দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চুরি করার সময় রানা (২৫) নামে এক চোরকে হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালের পূর্ব পাশ দিয়ে প্রচীর টপকিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। হাসপাতালের ভিতরের ফুলবাগানের প্রবেশ করে বাগানের ভিতরে থাকা পুরাতন ভাংগা লোহার চেয়ার, টেবিল, জানালা দরজা চুরি করতে থাকে। হাসপাতালে থাকা নাইটর্গাডর দেখতে পেয়ে তাকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা কয়েকজন চোর পালিয়ে যায়।
আটককৃত রানা (২৫) বিরামপুর পৌরশহরের পশু হাসপাতাল এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি জানান, এর আগেও হাসপাতাল থেকে অনেক কিছু চুরি হয়েছে। অনেকদিন থেকে চোরকে ধরার চেস্টা চালিয়ে কালকে চোরকে হাতেনাথে ধরতে সক্ষম হয়েছি। আটককৃত চোরকে বিরামপুর থানায় সোর্পদ করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক জানান, থানায় চুরির একটি মামলা হয়েছে। আটককৃত চোর রানাকে রবিবার (২০ অক্টোবর) সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।