মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি কর্মকর্তাকে দুর্ণীতিবাজ অখ্যায়িত করে মানববন্ধন করেছে কৃষকবৃন্দ। অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে কৃষি অফিসার সার ডিলারদের সার সংকট তৈরি করার সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। আজ মঙ্গলবার বেলা ১২ টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।
উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে এলাকার কৃষকগণ মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্ণীতির তুলে ধরে বক্তব্য রাখেন, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সামসুল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদাল হক, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলামসহ স্থানীয় কৃষকগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে সার ডিলারদের সার সংকট তৈরি করার সুযোগ করে দিচ্ছেন কৃষি অফিসার। বরাদ্দকৃত সারের কোন মনিটরিং নেই। এছাড়াও বিভিন্ন প্রনোদনা দেওয়াতে অনিয়ম করার অভিযোগ করেন।