Dhaka ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

অবৈধভাবে সার মজুদের দায়ে মেহেরপুরে ওবাইদুল্লাহ নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুইশো ৮৪ বস্তা সরকারি ড্যাপ, ৪৯ বস্তা এমওপি ও ৩৮ বস্তা টিএসপি ও ১৪ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার গাজী মূয়ীদুর রহমান এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, বেলা ১২ টার দিকে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে একটি ফোন আসে। সেখানে কিছু সারসহ দু’টি ভ্যান জব্দ করে রেখেছে কৃষকেরা।

পরে সেখানে যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল। এ সময় ওবাইদুল্লার দোকানে তালা ঝুলতে দেখা যায়। খবর দেওয়া হয় তাকে। পরে তার দু’টি গোডাউন থেকে ড্যাপ, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে ৩৮৫ বস্তা সার জব্দ করা হয়।

কৃষকদের অভিযোগ, সারের কোন লাইসেন্স না থাকলেও কুলবাড়িয়া গ্রামের বাজারে দীর্ঘদিন ধরে সার মজুদ করে ব্যবসা করে আসছে ওবাইদুল্লাহ। বাজারে কৃত্তিম সঙ্কট তৈরি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন তিনি। আবার দাম বেশি দিলেও চাহিদা অনূযায়ী কৃষকদের দেওয়া হচ্ছে না সার। এই ক্ষোভ থেকেই দুই ভ্যান সার জব্দ করেন কৃষকরা।

পরে ঘটনাস্থলে আসে ভ্রাম্যমান আদালতের একটি দল। অবৈধ সার মজুদ ও কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ এর (১) ধারা লঙ্ঘনে ২ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩৮৪ বস্তা সার জব্দের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সীদ্ধান্ত না হওয়া পর্যন্ত কৃষি কর্মকর্তাদের হেফাজতে সারের বস্তাগুলে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

Update Time : ০৭:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

অবৈধভাবে সার মজুদের দায়ে মেহেরপুরে ওবাইদুল্লাহ নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুইশো ৮৪ বস্তা সরকারি ড্যাপ, ৪৯ বস্তা এমওপি ও ৩৮ বস্তা টিএসপি ও ১৪ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার গাজী মূয়ীদুর রহমান এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, বেলা ১২ টার দিকে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে একটি ফোন আসে। সেখানে কিছু সারসহ দু’টি ভ্যান জব্দ করে রেখেছে কৃষকেরা।

পরে সেখানে যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল। এ সময় ওবাইদুল্লার দোকানে তালা ঝুলতে দেখা যায়। খবর দেওয়া হয় তাকে। পরে তার দু’টি গোডাউন থেকে ড্যাপ, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে ৩৮৫ বস্তা সার জব্দ করা হয়।

কৃষকদের অভিযোগ, সারের কোন লাইসেন্স না থাকলেও কুলবাড়িয়া গ্রামের বাজারে দীর্ঘদিন ধরে সার মজুদ করে ব্যবসা করে আসছে ওবাইদুল্লাহ। বাজারে কৃত্তিম সঙ্কট তৈরি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন তিনি। আবার দাম বেশি দিলেও চাহিদা অনূযায়ী কৃষকদের দেওয়া হচ্ছে না সার। এই ক্ষোভ থেকেই দুই ভ্যান সার জব্দ করেন কৃষকরা।

পরে ঘটনাস্থলে আসে ভ্রাম্যমান আদালতের একটি দল। অবৈধ সার মজুদ ও কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ এর (১) ধারা লঙ্ঘনে ২ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩৮৪ বস্তা সার জব্দের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সীদ্ধান্ত না হওয়া পর্যন্ত কৃষি কর্মকর্তাদের হেফাজতে সারের বস্তাগুলে রাখা হয়েছে।