শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মেহেরপুরে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে র্যালি শেষে শহীদদের স্মরণে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মেহেরপুর বোসপাড়াস্থ বিএনপি’র কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে পৌর কবরস্থানের পাশে শহীদ বেদীতে শহীদদের স্মরণ পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, লড়াই সংগ্রাম করেছি এখনো করছি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেবো। মানুষ তার ভোটের অধিকার ফিরে পাই। এদেশ হবে জনগণের। রাষ্ট্র পরিচালনার মালিক হবে জনগণ।
শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি
- মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
- Update Time : ১০:০০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- ৩৩ Time View
Tag :
আলোচিত