বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে ৯ লাখ ৫০ হাজার টাকাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তার নাম মিজানুর রহমান (৩৪)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মৃত আবু বকরের পুত্র ।গত শনিবার সকালে সীমান্তের দুর্গম সীমান্ত এলাকা থেকে এ টাকাসহ আটক করা হয়।১১ বিজিবি সূত্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে ফুলতলী বিওপির জোয়ানরা অভিযানে নামে। তারা টহলের এক পর্যায়ে সীমান্তের ৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকা থেকে অদূরে আটক ব্যক্তিকে এ টাকাসহ আটক করতে সক্ষম হন।১৪ ডিসেম্বর সন্ধ্যায় নাইক্ষংছড়ি১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেল আহমেদ নোবেল এসি বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, সন্ত্রাস রোহিঙ্গা ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সাড়ে নয় লাখ টাকা সহ এক ব্যক্তি আটক
- আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ১২:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- ৩১ Time View
Tag :
আলোচিত