কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, গ্রামীন খেলাধুলা আমাদের ঐহিত্য। এসব খেলাধূলাকে ধরে রাখতে হবে। মোবাইল এবং আধুনীক প্রযুক্তির কারনে নতুন প্রজন্ম অ্যাথলেটিক্স সহ গ্রামীন খেলাধুলা ভুলে যেতে বসেছে। এটা জাতীর জন্য কখনো শুভ হতে পারেনা। তাই অবসর সময় গ্রামীন খেলাধুলাকে আরো বেশি করে চর্চা করতে হবে। এ জন্য প্রতিটি স্কুল কলেজে মাঠ সংরক্ষণ এবং নিয়মিত খেলাধুলার ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স ও গ্রামীন খেলাধুলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ১৫ ডিসেম্বর সকালে কক্সবাজার ডিসি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত গ্রামীন খেলাধুলার কর্মসূচীর উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব,জেলা শিক্ষা অফিসার রাম মোহন সেন। জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। অনুষ্টান পরিচালনা করেন কক্সবাজার ডিসি কলেজের প্রভাষক মো: শরীফ। পরে ডিসি কলেজের শিক্ষার্থীরা অ্যাথলেটিক্স সহ গ্রামীন খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
শিরোনাম :
গ্রামীন খেলাধুলা আমাদের ঐতিহ্য, এটাকে ধরে রাখতে হবে
- আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০৬:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- ৪৩ Time View
Tag :
আলোচিত