বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯তম দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
শুক্রবার সকাল পৌনে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি চেকপোষ্ট বিজিবি কোম্পানী কমান্ডার শাহাদত হোসেন ও ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এস এন চৌবির হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানান।
পরে তারা দুবাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি চেকপোষ্ট বিজিবি কোম্পানী কমান্ডার শাহাদত হোসেন বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য সম্পৃতি ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে। দুবাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হয়। সেই লক্ষ্যে দু”দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানিয়েছে বিজিবি।