নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল নয়টায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে মাঠে সুবিধাবঞ্চিত আটশত মানুষের মাঝে ওই শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন।
“অল ইন ওয়ান ৮৯’ সংগঠনের আহবায়ক ও সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব যমুনা ব্যাংক পিএলপির কর্মকর্তা জি এম কামরুল হাসান শামীম। “অল ইন ওয়ান ৮৯’ সংগঠনের সদস্য কথাসাহিত্যিক ও গল্পকার আকমল সরকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের অন্যতম সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
অনুষ্ঠানের সৈয়দপুর ও এর আশেপাশের বিভিন্ন এলাকার আটশত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, মশুর চাল দেড় কেজি, লবন এক কেজি ও আটা দুই কেজি। এছাড়াও প্রত্যেককে একটি করে নতুন উন্নতমানের কম্বল প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, অল ইন ওয়ান ’৮৯, সৈয়দপুর সংগঠনটি হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায়, গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নানা রকম কর্মসূচি পালন করে আসছে। এর গরীব ও মেধাবী শিক্ষার্থীর রেখাপড়ায় এবং অসহায় দুস্থ মানুষের সুচিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী ও এতিমখানায় ইফতার সামগ্রী, শীতবস্ত্র, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ প্রভূতি উল্লেখযোগ্য।