পুঠিয়া ( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত বাসের চাপাই মোটরসাইকেল চালক সহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে।শনিবার দুপুর ১:৩০ মিনিটে পুঠিয়া উপজেলার শিবপুর হাট আলুর কোলেস্টরের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুঠিয়া উপজেলার ভাড়রা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫),পুঠিয়ার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন (১৯) ও মোছাঃ বিথী খাতুন (১৪) সম্পর্কে তারা তিনজন শালী দুলাভাই ও স্ত্রী । আত্মীয়তার সূত্রে জানা যায় তারা রাজশাহী থেকে শপিং করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসাইন জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহীগামী দ্রুত গতিতে যাওয়ার সময় শিবপুর আলুর হিমাগারের সামনে পুঠিয়ার দিকে যাওয়া মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে নিহত হয়। এবং আহত অবস্থায় ফাতেমাকে রামেক হাসপাতালে পাঠালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। ফাকা স্থানে দুর্ঘটনা ঘটায় দ্রুত গতিতে বাসটি পালিয়ে যায়। আমরা সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। লাশ পরিবারের হাতে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে।