Dhaka ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের বর্তমান বৈদ্যুতিক মিটার সরিয়ে প্রিপেইড মিটার স্থাপন না করাসহ গ্রাহকদের হয়রানী বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।

গত শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর শহরের বাংলা সরকারি বিদ্যালয় সংলগ্ন কাঁটাবাড়ী গ্রামে বিদ্যুৎ ব্যবহারকারী জনগণের ব্যানারে ওই প্রতিবাদ সমাবেশসহ বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী দোকান কর্মচারী শ্রমিক ইউনয়নের সভাপতি মো. হামিদুল হক।

এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, ফুলবাড়ী শাখা বাংলাদেশের বিপ্লবী কমিনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, তাজমিলুর রহমান নয়ন, মো. নূরনবী সরকার, মো. ফাতাহা,  শ্রমিক নেতা মো. মনতাজ আলী প্রমুখ।

এ সময় বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, বিগত সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। সে সরকারের মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছে এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিছেন। এ কারণে বিগত সরকারের পাস করা সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

বক্তারা আরো বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ব। তাই কোনভাবেই প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চান না। গ্রাহক সাধারণের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এর জন্য কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব নেসকোর ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎখাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়।

সমাবেশ শেষে দাবির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরে বের করা হয়।

নেসকো ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী (নেসকো পিলএলসি) মো. দেলোয়ার হোসেন বলেন, প্রিপেইড মিটারের সুফলগুলো তুলে ধরে গ্রাহকদের বুঝিয়েই লাগানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

Update Time : ০৭:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের বর্তমান বৈদ্যুতিক মিটার সরিয়ে প্রিপেইড মিটার স্থাপন না করাসহ গ্রাহকদের হয়রানী বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।

গত শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর শহরের বাংলা সরকারি বিদ্যালয় সংলগ্ন কাঁটাবাড়ী গ্রামে বিদ্যুৎ ব্যবহারকারী জনগণের ব্যানারে ওই প্রতিবাদ সমাবেশসহ বিক্ষোভ মিছিল বের করা হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী দোকান কর্মচারী শ্রমিক ইউনয়নের সভাপতি মো. হামিদুল হক।

এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, ফুলবাড়ী শাখা বাংলাদেশের বিপ্লবী কমিনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, তাজমিলুর রহমান নয়ন, মো. নূরনবী সরকার, মো. ফাতাহা,  শ্রমিক নেতা মো. মনতাজ আলী প্রমুখ।

এ সময় বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, বিগত সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। সে সরকারের মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছে এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিছেন। এ কারণে বিগত সরকারের পাস করা সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

বক্তারা আরো বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ব। তাই কোনভাবেই প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চান না। গ্রাহক সাধারণের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এর জন্য কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব নেসকোর ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎখাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়।

সমাবেশ শেষে দাবির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরে বের করা হয়।

নেসকো ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী (নেসকো পিলএলসি) মো. দেলোয়ার হোসেন বলেন, প্রিপেইড মিটারের সুফলগুলো তুলে ধরে গ্রাহকদের বুঝিয়েই লাগানো হবে।