পাইকগাছায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাধু খাঁ পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ী থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়ীতে থেকে ৪২ কেজি কারেন্ট জাল জব্দ করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী প্রণব সাধুকে ৬ হাজার ও সত্য সাধুকে ৪ হাজার টাকা জরিমানা এবং জব্দ কৃত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পুলিশ উপ-পরিদর্শক বাবলা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।
শিরোনাম :
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ
- আমিনুল ইসলাম বজলু, পাইকগাছা প্রতিনিধি (খুলনা ):
- Update Time : ০৯:৫৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- ২২ Time View
Tag :
আলোচিত