বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু লাঞ্ছিত করার প্রতিবাদে এবং রিক্সা শ্রমিক আজাদ হত্যার বিচারের দাবিতে বাম গনতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার বিকেল চারটায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরের এই সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা শহিদুল্লাহ সবুজ ও সুলতান আহমেদ বাসদ নেতা পলাশ কুমার ঘোষ, শুনিল কুমার দে, আবু সামা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বানু সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আবুল হাই কানু কে যারা লাঞ্ছিত করেছে তাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবী করেন এবং রিক্সা শ্রমিক আজাদ হত্যার বিচার দাবী করে নেতৃবৃন্দ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ।