রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের অন্তর্গত হারোখালি বাজারে দু’পক্ষের মারামারিতে ৫জন আহত হয়েছেন।
জানাগেছে গত সোমবার রাত ৯:৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ সমর্থিত (১) মোঃ আসাদুল (২৮), পিতাঃ মৃত এরশাদ, (২) মোঃ রাসেল (২৮), পিতা মোঃ আসমত আলী, (৩) মোঃ তুহিন (২৫), পিতাঃ মোঃ এরশাদ আলী সর্ব সাং-পূর্ব ধোপাপাড়া , সহ আরো ০৭/০৮ জন ব্যক্তি নেশাগ্রস্থ অবস্থায় বিএনপি সমর্থিত (১) মোঃ মকলেছুর রহমান (৫০), পিতাঃ মৃত এজবার প্রাং, (২) মোঃ মিজানুর রহমান(৫৫), পিতাঃ মৃত এজবার প্রাং, (৩) মোঃ আবুল বাসার(৪০), পিতাঃ মোঃ মতিউর রহমান, (৪) মোঃ আবুল বাসার (৩৩), মৃত মতিউর রহমান, পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতভাবে হাসুয়া/লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
এতে গুরুতর আহত (১) মোঃ মকলেছুর রহমান (৪৫), পিতাঃ মৃত এজবার প্রাং, (২) মোঃ মিজানুর রহমান(৫৫), পিতাঃ মৃত এজবার প্রাং, (৩) মোঃ আবুল বাসার(৪০), পিতাঃ মোঃ মতিউর রহমান, (৪) মোঃ আবুল বাসার (৩৩), মৃত মতিউর রহমানগনকে স্থানীয় জনসাধারণ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।