আগামীকাল বৃহস্পতিবার সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, (কুমিল্লা-০২, হোমনা- মেঘনা ও পূর্বের হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এম কে আনোয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী।২০১৭ সালে ২৪শে অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মরহুম এম কে আনোয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ কুমিল্লার হোমনায় পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়াও কোরআনখানির আয়োজন করা হয়েছে। বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে সকালে বাবা এম কে আনোয়ার ও মা মাহমুদা আনোয়ারের কবর জিয়ারত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। এর আগে এম কে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হবে।
উল্লেখ্য, এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ১৯৫৩ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। কুমিল্লার হোমনা-মেঘনা ও হোমনা-তিতাস আসন থেকে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবার বিএনপি সরকারের নৌ পরিবহন, বাণিজ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে এম কে আনোয়ার ঢাকা কলেজে অধ্যয়নকালে তৎকালীন ছাত্র সংসদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের নির্বাচিত সভাপতি ছিলেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জিএস (সাধারণ সম্পাদক) ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এম কে আনোয়ার ও মাহমুদা আনোয়ার দম্পতি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক-জননী ছিলেন।