আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মহানগরের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রিকুইজিশনে সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে আটক করা হয়েছে। এখন তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন,সাবেক ইসি সচিবহেলালুদ্দীন আহমেদকে বিকেলে খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
হেলালুদ্দীন আহমেদকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি সচিব করা হয়। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।