একডোজ টিকা নিন- জরায়ুমূখ ক্যান্সার রুখে দিন” এই স্লোগান সামনে রেখে মাগুরায় জাতীয় এইচ পিভি টিকা ক্যাম্পেন ২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকালে মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এর সহযোগিতায় স্কুল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির।
প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।